প্রকাশিত: Mon, Jan 29, 2024 11:20 AM
আপডেট: Tue, Jul 1, 2025 11:22 PM

[১]চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি দিয়ে জাপা চেয়ারম্যানের দায়িত্ব নিলেন রওশন এরশাদ [২]বহিষ্কারের ক্ষমতা ওনার নেই: মুজিবুল হক চুন্নু

মনিরুল ইসলাম: [৩] বেগম রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ক্ষমতাবলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কাজী মামুনুর রশীদকে পার্টি মহাসচিব হিসেবে ঘোষণা করেন। 

[৪] তবে মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এই বহিস্কারাদেশে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমাদের গঠনতন্ত্রে এমন কোনো ধারা নাই যাতে দলের প্রধান পৃষ্ঠপোষক-দলের চেয়ারম্যান, মহাসচিব বা অন্য কাউকে বাদ দিতে পারেন। রওশন এরশাদ আমাদের মুরুব্বী। তিনি এর আগেও এমন ঘোষণা দিয়ে পরে প্রত্যাহার করেছেন।

[৫] রওশন এরশাদ তার অনুসারীদের নিয়ে রোববার বেলা ১১টায়  গুলশানে নিজের বাসায় মতবিনিময় সভার আয়োজন করেন। দল থেকে বহিষ্কার ও প্রত্যাহার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।

[৬] সভায়  উপস্থিত ছিলেন জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এবং রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ, সাবেক প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান, সাবেক সংসদ সদস্য গোলাম সারওয়ার মিলন, জিয়াউল হক মৃধা, ভাইস চেয়ারম্যান আমানত হোসেন, জাহাঙ্গীর আলম, নুরুল হক, খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী, জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হক, এরশাদপুত্র ও দলের যুগ্ম মহাসচিব সাদ এরশাদ। 

[৭] সভায় ৫টি সিদ্ধান্ত ঘোষণা করা হয়। শিগগিরই দলের জাতীয় সম্মেলন আহ্বান করা হবে বলে জানানো হয়। 

[৮] এদিকে মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, রওশন এরশাদের সম্মেলন করারও কোনো অধিকার নেই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব